বরিশালে উর্ধ্বমুখী করোনা, শনাক্তের হার ৮৭.৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১০ই জুলাই ২০২২ ০৫:৫৭ অপরাহ্ন
বরিশালে উর্ধ্বমুখী করোনা, শনাক্তের হার ৮৭.৫

বরিশালে করোনা শনাক্তের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। রবিবার মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৩২ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮৭.৫ ভাগ। গত মধ্য এপ্রিলের পর এই প্রথম করোনা শনাক্তের হার ৮৭.৫ ভাগ ছুঁয়েছে। 


এর আগে আরটি পিসিআর ল্যাবে গত শনিবার করোনা শনাক্তের হার ছিল ৩৮.৯৭ ভাগ, শুক্রবার ৩৮.৭৭ ভাগ, বৃহস্পতিবার ২৮.৫৭ ভাগ, বুধবার ৩১.৫৭ ভাগ, মঙ্গলবার ২০.৯৬ ভাগ, সোমবার ২৫ ভাগ এবং গত রবিবার শনাক্তের হার ছিল ৫০ ভাগ।


এদিকে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে। গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৭ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে কোনো রোগী ভর্তি হয়নি। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে তিনজন রোগী বাড়ি ফিরেছেন। রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল চারজন রোগী।


২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এখন পর্যন্ত সেখানে ৭ হাজার ৬৯০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে ৬ হাজার ২১১ জন বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪৩৯ জনের করোনা ছিল পজিটিভ।