ঝিনাইদহে ৭ দিনে করোনায় আক্রান্ত ৪৩৭ জন
স্বাস্থ্য বিধি না মানায় দিন দিন করোনায় প্রভাব বৃদ্ধি পাচ্ছে ঝিনাইদহে। ঝিনাইদহে গত এক সপ্তাহে ধুমছে বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাস। হাটে বাজারে, শপিংমলে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে চলছে বেঁচা-কেনা।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক তথ্যের ভিত্তিতে জানাযায়, গত এক সপ্তাহে করোনার ভাইরাসের নমুনা সংগ্রহ করেছে ৯২৮ জনের তার মধ্যে ৪৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত ঝিনাইদহে করোনা ভাইরাসের ৪১ হাজার ৩শত ৬৬ জনকে নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে টেষ্টের জন্য পাঠিয়ে ৪০ হাজার ৪শত ১২জনের মোট ফলাফল পাওয়া গেছে। তার মধ্যে ১০ হাজার ২শত ৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত ঝিনাহদহ সদরে ৪ হাজার ৭ শত ৪০জন,শৈলকুপায় ১ হাজার ৬শত ৪১জন, হরিণাকুন্ডুতে ৭শত৩৯ জন,কালীগঞ্জে ১হাজার ৩৬০ জন, কোটচঁদপুরে ৯শত ৫৯ জন, মহেশপুরে ৬শত ২৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এবং করোনা ভাইরাস নিয়ে অকালে মৃত্যুর পথযাত্রী হয়েছে ২শত ৬৯ জন।
এছাড়াও ঝিনাইদহে ১শত ২৪ জন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানাযাই।এপর্যন্ত ঝিনাইদহের কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৬শত ৯২জন।
ঝিনাইদহে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বর্তমানে ঝিনাইদহ করোনা ওয়ার্ডে চিকিৎসারত রয়েছে ০৭ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮হাজার ৭শত ৮৯জন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।