প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২২, ২:৩৯
সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারা মারা যান।
এদিকে, গত ২৪ ঘন্টায় ১৩১ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। যা শনাক্তের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ। ভাইরাসটির উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন,সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের ইছাহাক গাজীর পুত্র নুর ইসলাম, একই উপজেলার কামারবায়সা গ্রামের হামজের সরদারের পুত্র নিজাম উদ্দীন, একই উপজেলার আলীপুর গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী ফাতেমা খাতুন ও কালিগঞ্জ উপজেলার পূর্বনারায়নপুর গ্রামের মৃত কানাই লালের পুত্র সাধন কুমার।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮১২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো মোট ৮৯ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, জেলায় বর্তমানে ৫৯৮ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৭৯ জন বাড়িতে ও বাকী ১৯ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরার আহবান জানান।