কুষ্টিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫ জনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ৯ই আগস্ট ২০২১ ০৭:২০ অপরাহ্ন
কুষ্টিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫ জনের

কুষ্টিয়ায় করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। এদের মধ্যে আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। এ ছাড়া জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন  ১৪১ জন।




কুষ্টিয়া জেনারেল হাসপাতালচির পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম সোমবার (৯ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন।




তিনি আরও বলেন, ‘কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত আছে। শনাক্তের সংখ্যাও দিন দিন বাড়ছে। বর্তমানে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২২০ জন রোগী হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন। 




গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১১টি নমুনা পরীক্ষা করে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।




স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৪৯ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৩০৮ জন। 




বর্তমানে কুষ্টিয়ায়  সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন হাজার ১১ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪১ জন। বাকি দুই হাজার ৭৭০ জন হোম আইসোলেশনে রয়েছেন।