কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ৭ই আগস্ট ২০২১ ০৬:৩৫ অপরাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায়  করোনা আক্রান্ত ৯ রোগীর মৃত্যু

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। করোনায় ৮ জন এবং করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।



শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মো. মেজবাউল আলম পরিসংখ্যান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।



তিনি বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত আছে। বর্তমানে ২২৭ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৪২ জন।



এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, গ্রামের মানুষ আক্রান্ত হয়েও সময় মতো নমুনা পরীক্ষা করছেন না। তাদের অক্সিজেন লেভেল যখন একেবারে নিচে এসে ঠেকে যাচ্ছে তখনই আসছেন হাসপাতালে। তখন এসব রোগীদের সব রকম চিকিৎসা দিয়েও রক্ষা করা  যাচ্ছে না। 



কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২১৯টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ২৪ ভাগ।