কুষ্টিয়ায় করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
গোলাম সিদ্দিক জান্টু, জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: শনিবার ৩১শে জুলাই ২০২১ ০৫:৪১ অপরাহ্ন
কুষ্টিয়ায় করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা  মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।



তিনি বলেন, ‘বর্তমানে ২২৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৭৭ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৪৭ জন। 




বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন হাজার ১০০ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২৪১ জন। হোম আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৮৫৯ জন।





জেলার সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩২ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৩ ভাগ। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ১৪ জন, দৌলতপুরে ১৫ জন ও ভেড়ামারায় আটজন।




এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৪ হাজার ২৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৬৬ জন।