ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: মঙ্গলবার ২৭শে জুলাই ২০২১ ১২:৩৬ অপরাহ্ন
ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ১৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।


এরমধ্যে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৩২ জনের।


আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।


তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এই ১৯ জনের মৃত্যু হয়েছে।


ডা. মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ১৯ জনসহ মোট ৪৩৮ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৭৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।