একদিন পর আবারও করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এ বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, শনিবার (১৯ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৬২৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং সুস্থ হয়েছেন আরও ১৯২ জন।