প্রকাশ: ৩ জুন ২০২১, ১৮:৩৮
করোনায় আক্রান্ত হওয়ায় বাড়ির মধ্যেই আলাদা ঘরে শাশুড়িকে কোয়ারেন্টিন করে দেওয়া হয়। ফলে স্বাভাবিকভাবেই ছেলে, বউমা, নাতি-নাতনি কারো সঙ্গেই দেখা করার সুযোগ নেই তার। কিন্তু এভাবে একা থাকাটা মোটেই পছন্দ হচ্ছিল না এই নারীর। তাই সুযোগ বুঝে ঘর থেকে বের হয়েই বউমাকে জড়িয়ে ধরলেন। আর বললেন, ‘তোমারও করোনা হোক’।
ঘটনাটি ভারতের তেলঙ্গানা রাজ্যের রজান্যা জেলার থিমাপুর গ্রামে। এমন খবর ছড়িয়ে পরার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।
ওই পুত্রবধূ সংবাদমাধ্যমকে জানান, কয়েকদিন আগে শাশুড়ির শরীরে করোনা শনাক্ত হয়। এরপরই তাকে আলাদা ঘরে কোয়ারেন্টিন রাখা হয়। কিন্তু তার বিষয়টি পছন্দ হয়নি এবং একদিন বের হয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। বললেন, ‘আমি মরে গেলে তোমরা ভালো থাকতে চাও? তোমারও করোনা হোক’।
এ ঘটনার পরপরই শাশুড়িতে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সর্বনাশ এর আগেই হয়ে গেছে। পুত্রবধূর করোনা পরীক্ষা করলে তার রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি এখন নিজের বোনের বাড়িতে অবস্থান করছেন।
#ইনিউজ৭১/জিয়া/২০২১