জেনে নিন, ঝড়ের নামকরণ কেন মেয়েদের নামে হয়!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৪ঠা মে ২০১৯ ০৩:২৮ অপরাহ্ন
জেনে নিন, ঝড়ের নামকরণ কেন মেয়েদের নামে হয়!

ফনা তুলে ফোঁস ফোঁস করতে করতে ধেয়ে আসছে ফণী। সিভিয়ার সুপার সাইক্লোনে অনেক কিছুই ওলট-পালট হতে পারে। বিপজ্জনক ঘুর্ণিঝড় ফণী নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে জারি হয়েছে রেড অ্যালার্ট। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’৷ ক্রমশই শক্তি বাড়িয়ে চলেছে এই ঘূর্ণিঝড়৷ এই ঘূর্ণিঝড়টির নাম রেখেছে বাংলাদেশ৷ ৩ মে থেকে ৬ মে পর্যন্ত এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের নাম হঠাৎ ফণী কেন হল? টাইফুন, হ্যারিকেন বা সাইক্লোনের মতো ঝড়কে নাম দেওয়ার নিয়মের শুরু প্রায় ১০০ বছর আগে থেকে৷

ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের বাসিন্দারা আগে ঝড়ের নাম দিতেন। ঝড় উঠলেই তার নাম দেওয়া হবে ঘটনাটা মোটেও এমন নয়। ঝড়ের গতিবেগ যদি ঘণ্টায় ৭৪ মাইল বা তার বেশি হয় তাহলেই তাদেরকে চিহ্নিত করা হয় টাইফুন, হ্যারিকেন বা সাইক্লোন হিসেবে। আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণি ঝড়কে বলা হয় হারিকেন, প্রশান্ত মহাসাগর থেকে ওঠা ঝড় টাইফুন আর ভারত মহাসাগরের জন্ম হলে ঘূর্ণাবর্তকে বলা হয়েছে সাইক্লোন। ফণী এমনই এক সাইক্লোন৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন আবওয়াবিদরাও ঝড়ের নামকরণ করতে শুরু করেন৷ ১৯৫৩ সাল থেকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে প্রত্যেকটি ঘূর্ণিঝড়ের একটি করে নাম দেওয়া শুরু হয়। বাদ দেওয়া হয় Q U X Y ও Z এই পাঁচটি বর্ণ। শুনলে আশ্চর্য হবেন প্রথম প্রথম সমস্ত ঝড়ের নাম দেওয়া হত মেয়েদের নামে৷ গত শতকে নারীরা এর তীব্র প্রতিবাদ জানান৷ বিভিন্ন নারীমুক্তি সংগঠনের আন্দোলনের ফলে পরিবর্তন হয় এই প্রথার৷ এরপর থেকে ঠিক করা হয়, জোড় সংখ্যার বছরে বিজোড় সংখ্যার ঝড়ের নাম হবে পুরুষের নামে এবং বিজোড় সংখ্যার বছরে বিজোড় সংখ্যার ঝড়ের নাম হবে মহিলাদের নাম অনুসারে৷

২০০০ সাল থেকে ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড এই আটটি দেশ একগুচ্ছ নাম প্রস্তাব করে যে ক্রমান্বয়ে একেকটি ঝড়ের নাম রাখা হবে এই তালিকা অনুসারে৷ ফণীর পর যে ঘূর্ণিঝড়ের জন্ম হবে তার নাম রাখা হবে বায়ু, এটি ভারতের দেওয়া৷ এইভাবেই ১০০ বছর ধরে চলে আসছে ঘূর্ণি ঝড়ের নাম দেওয়ার প্রথা৷ উল্লেখ্য, নিয়ম মানলেও বেশিরভাগ মেয়েদের নামেই নামকরণ হয় ঘূর্ণিঝড়ের৷ নিন্দুকে বলেন, নারী আর প্রকৃতি এই দুটির উপর কখনও নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব