রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার বাঘা থানার চক নারায়নপুর সড়কঘাট এলাকার মৃত একরাম আলীর ছেলে রাব্বী আলী (২২) এবং একই জেলার চক নারায়নপুর মিস্ত্রিপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে মো. শামীম আহমেদ ওরফে হাসিব (২৬)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১২ জানুয়ারি) দুপুর ৩টার দিকে জেলা ডিবির এসআই আব্দুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয়ফোর্সসহ রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুরে হযরত এর চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে।
তাদের কাছে থেকে উদ্ধার করা ২০০ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবির কর্মকর্তা এসআই আব্দুল্লাহ জানান, হেরোইনসহ গ্রেফতারকৃত দুই মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের গ্রেফতারের ফলে রাজবাড়ী জেলা ও আশপাশের এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বড় ধরনের ধাক্কা লেগেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।