রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, মোহাম্মদপুরে ছিনতাই ও পেশাদার অপরাধী চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালিত হয়। বিশেষ করে রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান এবং ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের এই পদক্ষেপ এলাকায় নিরাপত্তা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।