টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: মঙ্গলবার ২১শে জানুয়ারী ২০২৫ ০৭:১৭ অপরাহ্ন
টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ কারবারি আটক

কক্সবাজারের টেকনাফের উলুচামারী এলাকায় অস্ত্রসহ একজন অস্ত্রকারবারি আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে র‌্যাব-১৫ এর একটি দল হোয়াইক্যং ক্যাম্প থেকে উলুচামরী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানে অস্ত্রসহ মো: ইউনুস নামে এক অস্ত্রকারবারীকে আটক করা হয়। গ্রেফতারকৃত ইউনুস ওই এলাকার রুস্তম আলীর পুত্র। র‌্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ অস্ত্রকারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


অপরদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি জি-৩ রাইফেল, ১টি কিরিচ এবং ১টি সাম্পান নৌকা উদ্ধার করেছে। ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান জানান, সোমবার রাতে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকায় বিজিবি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির অস্বাভাবিক গতিবিধি নজরে আসে। বিজিবি টহলদল তাদের জিজ্ঞাসাবাদ করতে এগিয়ে গেলে দুষ্কৃতকারীরা নৌকা ও অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে, ওই নৌকা থেকে ১টি জি-৩ রাইফেল, ১টি কিরিচ এবং ১টি সাম্পান নৌকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে এবং অস্ত্রগুলো টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে।


বিজিবি কর্মকর্তা আরও জানান, নৌপথে মাদকসহ অন্যান্য চোরাচালান বৃদ্ধি পেয়েছে, যা নিয়ন্ত্রণে রাখতে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত অস্ত্রের মালিক বা অপরাধী শনাক্তের প্রক্রিয়া চলছে এবং অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।