ফিটনেসবিহীন বাসের চাপায় শ্রমিকের মৃত্যু নোয়াখালীতে

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২৫ ১২:০০ অপরাহ্ন
ফিটনেসবিহীন বাসের চাপায় শ্রমিকের মৃত্যু নোয়াখালীতে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাস চাপায় মাঈন উদ্দিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মাঈন উদ্দিন চরকাঁকড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে করালিয়া সবজি আড়তের সামনে।  


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, একটি ফিটনেসবিহীন বাস দ্রুতগতিতে চলার সময় পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মাঈন উদ্দিন। এ সময় বাসটি তাকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  


স্থানীয়দের অভিযোগ, কবিরহাট টু বসুরহাট সড়কে ফিটনেসবিহীন বাসের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এসব বাসের বেপরোয়া গতি ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।  


কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, স্থানীয়রা দুর্ঘটনার পর বাসটি আটক করে, পরে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।