টঙ্গী সংঘর্ষ, সাদ অনুসারী জিয়া বিন কাসেম গ্রেপ্তার !

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শনিবার ২৮শে ডিসেম্বর ২০২৪ ০২:৫১ অপরাহ্ন
টঙ্গী সংঘর্ষ,  সাদ অনুসারী জিয়া বিন কাসেম গ্রেপ্তার !

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় সাদ অনুসারী নেতা জিয়া বিন কাসেমকে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এই মামলায় সাদ অনুসারী অপর নেতা মোয়াজ বিন নূরকেও গ্রেপ্তার করা হয়েছিল।  


শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।  


জানা গেছে, গ্রেপ্তার হওয়া জিয়া বিন কাসেম টঙ্গী সংঘর্ষ মামলার ৬ নম্বর আসামি। গত ১৯ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫ নম্বর আসামি মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়।  


মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান বলেন, “টঙ্গী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত সাদপন্থি নেতা জিয়া বিন কাসেমকে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে টঙ্গী পশ্চিম থানায় নেওয়া হচ্ছে।”  


টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার জানান, “আমাদের থানা পুলিশের সঙ্গে যৌথ বাহিনীর একটি টিম অভিযানে অংশ নিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তবে এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়নি। পৌঁছানোর পর বিস্তারিত জানানো হবে।”  


টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনায় নিহতদের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে এর আগেও বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ ওঠে। পুলিশের এই গ্রেপ্তার অভিযান সেই দাবিকে সামনে রেখে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  


এ ঘটনায় তাবলিগ জামাতের ভেতর দ্বন্দ্ব আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নজরদারি চালাচ্ছে।