ঝিনাইদহে বেসিক জার্নালিজম প্রশিক্ষণ, সাংবাদিকদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: শনিবার ২১শে ডিসেম্বর ২০২৪ ০৫:২২ অপরাহ্ন
ঝিনাইদহে বেসিক জার্নালিজম প্রশিক্ষণ, সাংবাদিকদের অংশগ্রহণ

অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ বৃদ্ধি এবং কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঝিনাইদহে তিন দিনব্যাপী বেসিক জার্নালিজম প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শনিবার (২১ ডিসেম্বর) ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়।


প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী। উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুর রহমান লিটন, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, এবং প্রথম আলোর সিনিয়র সাংবাদিক আজাদ রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কর্মশালায় ঝিনাইদহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং কনটেন্ট ক্রিয়েটর মিলিয়ে মোট ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। প্রশিক্ষণটি ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।


প্রশিক্ষণ কর্মশালায় বেসিক জার্নালিজম বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করবেন পিআইবি’র প্রশিক্ষণ পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের এডজাস্ট ফ্যাকাল্টি ও সম্পদ ব্যক্তি নাজিয়া আফরিন।


প্রশিক্ষণের মূল লক্ষ্য অনুসন্ধানী প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করা এবং অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাদারিত্ব বাড়ানো। কর্মশালায় বিভিন্ন সেশন ও হাতে-কলম প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, রিপোর্ট লেখার দক্ষতা এবং নৈতিকতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।


ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল বলেন, “এই প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের জন্য একটি বড় সুযোগ। এটি শুধু তাদের পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবে না, বরং সমাজে সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সাহায্য করবে।”


ঝিনাইদহের স্থানীয় সাংবাদিকরাও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তারা আশা করছেন, এই প্রশিক্ষণ তাদের পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।