ভারতের সীমান্তে বাংলাদেশির মৃতদেহ উদ্ধার, কীভাবে মৃত্যু হয়েছে এখনও অজানা

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪ ১১:১২ পূর্বাহ্ন
ভারতের সীমান্তে বাংলাদেশির মৃতদেহ উদ্ধার, কীভাবে মৃত্যু হয়েছে এখনও অজানা

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমানায় আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশির মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিজিবি ও বিএসএফের মধ্যে এ ঘটনায় বৈঠক চলছে।  


জানা গেছে, আশরাফ উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামের বাসিন্দা ছিলেন এবং তার বাবার নাম ছিল শামসুদ্দিন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে কালাইরাগ সীমান্তের সীমানা পিলার ১২৫১-এর ওপারে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।  


নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে তার বাবা আশরাফ উদ্দিন সীমান্ত এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিলেন। কিন্তু সেদিন তিনি বাড়ি ফেরেননি। পরের দিন, বুধবার, তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা ভারতীয় সীমান্তের প্রায় দেড়শো মিটার ভেতরে আশরাফের মৃতদেহ দেখতে পান।  


পরবর্তীতে, বিজিবিকে খবর দেওয়া হলে তারা ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিকেলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  


কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ জানান, "ভারতের ভেতরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন বিজিবিকে জানায়। পরে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। লাশটি ফেরত পাওয়ার পর ময়নাতদন্ত করা হবে, তার পরেই জানানো যাবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।"  


এ ঘটনায় ভারতীয় সীমান্তে বাংলাদেশের লাশ পড়ে থাকার বিষয়টি যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে। বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে লাশ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।