প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:১৩

প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর শীঘ্রই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন উলিপুর স্টেশন পর্যন্ত চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। তিনি বলেন, বর্তমানে কুড়িগ্রাম-উলিপুর রেললাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সংস্কার শেষে ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
