কুমিল্লার মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে ৪র্থ বারের মতো কোরআন শিক্ষা প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার উত্তর আমপাল মিয়াজী বাড়ীতে, হাজী এম সিরাজুল ইসলাম মিয়াজী ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ওই কোরআন শিক্ষা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানাসহ ১২ টি
প্রতিষ্ঠান থেকে আগত হাফেজ, মাওলানা, মুফতি মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করে। বিজয়ীদেরকে নগদ অর্থসহ ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
হাজী এম সিরাজুল ইসলাম মিয়াজী ফাউন্ডেশন'র সভাপতি মো: আব্দুল হান্নান মিয়াজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উরিশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা, নিমসার জুনাব আলী কলেজের প্রভাষক আবু সুফিয়ান, হাজী মো: তাজিম উদ্দীন মিয়াজী, মাষ্টার মনিরুল ইসলাম সিকদার, মাষ্টার খাইরুল আমিন বেপারী, মো: বশিরুজ্জামান সরকার, ইউপি সদস্য মো: কামাল হোসেন, শিক্ষক এসএমএ বাশার মোল্লা, মফিজুল ইসলাম মিয়াজী, মো: রুহুল আমিন মিয়াজী, মো: অহেদ কাজী, আনোয়ার হোসেন সিকদার, মো: ওয়ালিউর রহমান প্রমুখ।
উক্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাফেজ, মাওলানা, মুফতি ও মাদরাসার ছাত্রদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে অনুষ্ঠানস্থল।