রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে সাত্তার মেম্বার পাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনীর একটি দল অংশ নেন।
এসময় ঘটনাস্থল থেকে বালু পরিবহন কাজে ব্যবহিত দুটি ড্রাম ট্রাক, ভেকুর ব্যাটারি জব্দ ও ভেকু বিকল করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, উপজেলার কোথাও কোন প্রকার অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে মাটি বা বালু কাটতে/উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে নদী থেকে বালু-মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।