প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫০

আজ ১১ ডিসেম্বর, হিলি পাক-হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর যৌথ অভিযানে হিলি শত্রুমুক্ত হয়। স্বাধীনতার ৫৪ বছর পরও এই দিনটি হিলিবাসীর হৃদয়ে নিয়ে আসে বেদনা, স্মৃতি আর গর্বের সমাহার। “ক্ষণিকের জন্য হলেও কাঁদিয়ে তোলে হিলিবাসীকে”—এমন অনুভূতিই আজও স্মরণ করিয়ে দেয় পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, হত্যাযজ্ঞ ও সম্ভ্রমহানির ভয়াবহ দিনগুলোকে।
