কুমিল্লার দেবীদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে দেশী জাতের তুলনায় বিদেশি জাতের পশুপাখির আধিপত্য ছিলো চোখে পড়ার মতো। যা নজর কেড়েছে মেলায় আগত দর্শনার্থীদের।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে ফ্রিজিয়ান হলিষ্টিন ও জারসি জাতের গরু, তোতাপুরী ও পাঞ্জাবি জাতের ছাগল, জার্মান সেফার্ড জাতের কুকুর, ফার্সিয়ান ও মিক্সড ব্রিফ জাতের বিড়াল, ব্রয়লার-টাইগার ও সোনালী জাতের মুরগী, লাভ বার্ড- প্রিন্স- বাজিগর ও কোয়েল-ঘুঘুসহ নানান জাতের বিদেশি পশুপাখির সমারোহ ঘটে এই প্রাণী প্রদর্শনীতে। এছাড়াও বিভিন্ন জাতের দেশি পশুপাখি হাঁস মুরগি লক্ষ্য করা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নাজমুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। এছাড়াও বক্তব্য রাখেন, খামারি কামাল হোসেন, হাফেজ রেজাউল করিম ও বিপ্লব কুমার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, খামারী ও কৃষকদের পশুপাখি পালনে উদ্বুদ্ধ করতে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়। যা দেখে মানুষ পশুপালনে উদ্ভোদ্ধ হবে। পশু প্রাণীদের যেকোনো সমস্যা নিয়ে উপজেলা ভেটেনারি হাসপাতালে যোগাযোগের মাধ্যমে সেবা নেয়ার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।
উপজেলার বিভিন্ন জায়গা থেকে নানান জাতের গরু, মহিস, ছাগল, ভেরা, হাঁস, মুরগি, কবুতর ও পশুপাখি নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন খামারি, উদ্যোক্তা, পশু ও প্রাণীপ্রেমীরা। উদ্বোধনী দিনে প্রদর্শনী দেখতে ভীড় জমায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানান শ্রেণীপেশার মানুষ।