
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২১:৩২

ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের এক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি পার্ক করা অবস্থায় ছিল এবং দুর্বৃত্তরা আগুন দিয়েছে। প্রাথমিকভাবে কীভাবে আগুন লেগেছে তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
