
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ী, রায়েরবাগ এবং উত্তরা সোনারগাঁও জনপদ এলাকার খালপাড়—এই তিন স্থানে পার্কিং অবস্থায় থাকা রাইদা ও রাজধানী পরিবহনের বাসগুলোতে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে শহরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
