সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পূর্ব চরকৈজুরি গ্রামে বিদেশ ফেরৎ এক যুবক নির্মমভাবে হত্যা হয়েছেন। নিহতের নাম সিরাজুল মন্ডল (২৫)। তিনি উক্ত গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, সিরাজুল বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। ফজরের নামাজের সময় মসজিদের মুসল্লিরা গ্রামের সড়কের পাশে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, নিহত সিরাজুল কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত হত্যাকারীদের ধরার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে।
শহরের মানুষ এই নির্মম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পুলিশ গ্রামীণ এলাকায় সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের বক্তব্য সংগ্রহ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে কেউ সংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, সিরাজুল একজন শান্তিপ্রিয় ও বন্ধুসুলভ ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যু এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।