প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৭:৫

দীর্ঘ এক দশক বিচারিক প্রক্রিয়ার পর ঝালকাঠিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ মোট ৪৭ জন আসামি আদালত থেকে অব্যাহতি পেয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন।
