প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৬:৫৭
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা-উজিরপুর ব্যস্ততম সড়কের বৈউলা মায়ের বাড়ি মন্দির সংলগ্ন এলাকায় ভূগর্ভস্থ বালু উত্তোলনের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, সড়কের ওপর বিট তৈরি করে পাইপের মাধ্যমে মাটির নিচ থেকে বালু তোলা হচ্ছে, যার ফলে সড়কের নিচের অংশ ফাঁপা হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং যে কোনো মুহূর্তে সড়ক ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।