রোববার (১৯ অক্টোবর) দুপুরে সওজ কর্মকর্তাদের সঙ্গে দেবীদ্বার উপজেলার বারেরা (ফুলগাছতলা) থেকে নিউমার্কেট এলাকা পর্যন্ত সড়কটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, “আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যেই দেবীদ্বার অংশে ৫ কোটি টাকা ব্যয়ে ২৫২ মিটার সড়ক ঢালাইয়ের কাজ শুরু করব।”
তিনি বলেন, “ইতিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি, কংশনগর, বারেরা, দেবীদ্বার নিউমার্কেট ও ভিংলাবাড়ি অংশে সংস্কারের জন্য ১০ কোটি টাকার প্রাক্কলন ব্যয়ে ৫ ভাগে টেন্ডার আহ্বান করা হয়েছে। কংশনগর অংশে ৩ কোটি টাকার প্রকল্পে ঠিকাদার পাওয়া গেছে, তবে দেবীদ্বার অংশে এখনো দরপত্র জমা পড়েনি।”
এ সময় তিনি জানান, নতুন টেন্ডার আহ্বান করে সময়মতো কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, “রাস্তা সংস্কারে দেরি হলেও আমরা দ্রুত এবং মানসম্মতভাবে কাজ সম্পন্ন করব।”
পরিদর্শনে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. নাজমুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
দীর্ঘদিন ধরে এ সড়কটি ভেঙে পড়ে রয়েছে, ফলে দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই ঘোষণা যেন বাস্তবে রূপ নেয়।