প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৯:১
মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পদ্মার কলাবাগান ও অন্তার মোড় এলাকায় নৌ পুলিশ, কোস্টগার্ড এবং উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় ২৫ লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল, ১১ জন জেলে আটক এবং ৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।