কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজহারনামীয় আসামি পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম (কাজী সুমন)কে গ্রেফতার করেছে সেনা সদস্যরা।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেন। পরদিন (রোববার) দুপুরে দেবীদ্বার থানা পুলিশ কাজী সুমনকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত কাজী তরিকুল ইসলাম দেবীদ্বার পৌর এলাকার মরহুম কাজী আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন দেবীদ্বার সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা করা হয়। ঘটনায় পৌর যুবলীগ নেতা কাজী সুমনসহ কয়েকজনকে এজহারভুক্ত আসামি করা হয়।
দেবীদ্বার থানার ওসি (তদন্ত) মো. মইনউদ্দিন জানান, “ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে কাজী তরিকুল ইসলাম আটক হন। আমরা পরে তাকে দেবীদ্বার থানায় নিয়ে এসে আদালতে পাঠাই।”
তিনি আরও জানান, আটক সুমন বৈষম্যবিরোধী আন্দোলনে রুবেল হত্যা মামলার অন্যতম আসামি এবং তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।