মাদারীপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে একটি ভবনের দুইটি ফ্ল্যাটে একযোগে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে আব্দুর রব হাওলাদার গলির নুরু মোল্লার মালিকানাধীন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিচতলার ভাড়াটিয়া আতিকুর রহমান তার শাশুড়ির অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার ঢাকায় যান। শনিবার দুপুরে বাসায় ফিরে তিনি দেখেন, দরজা ও জানালার গ্রিল ভাঙা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায়। পরে দেখা যায়, চোরেরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।
অন্যদিকে, একই ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুইটি আক্তার পূজা উপলক্ষে গ্রামের বাড়ি গিয়েছিলেন। শনিবার সকালে ফিরে এসে তিনিও দেখতে পান তার ফ্ল্যাটে ভেন্টিলেটর ভেঙে চোরেরা প্রবেশ করেছে এবং ল্যাপটপ, আইফোন, টেলিভিশন ও নগদ টাকা চুরি করেছে।