ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষে টিউবওয়েল মিস্ত্রীদের প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সরাইল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সকাল থেকে সারাদিন ব্যাপি উপজেলার ৩৯ জন টিউবওয়েল মেস্ত্রীদের নিয়ে এই প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো: রূপক মিয়া সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)মো. মোশারফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সহযোগী অধ্যাপক ভৃতও্ব বিভাগ ড.মো. মাহফূজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ভৃতও্ব বিভাগ আশরাফুল ইসলাম,প্রকল্প ব্যবস্থাপক
জিওবি- ইউনিসেফ প্রকল্প মো. ইফতেখার আলম।উপজেলা ফ্যাসিলিটেটর মো. সাইফুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল রিপোর্টস ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, ইউনিয়ন সুপারভাইজার ভার্ক খন্দকার সিরাজূল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভার্কের এরিয়া ম্যানেজার মো. তাবিবুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় নলকূপ মেস্ত্রীদের দক্ষতা বৃদ্ধি ছাড়াও স্থানীয় জনগণকে আর্সেনিক সম্পর্কিত সচেতনতা প্রদান, দক্ষ মেস্ত্রী দ্বারা নলকূপ স্থাপন এবং প্রতিকূল পরিবেশে নিরাপদ পানি ব্যবহারের বিষয়গুলো নিয়ে আলোচনার আয়োজন করা হয়।এ সময় নলকূপ স্থাপন কাজে জড়িত অন্যান্য পেশাজীবী ও স্থানীয় মিস্ত্রীগণ।