ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. এনাম খান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতারা ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় জানানো হয়, এ বছর উপজেলায় মোট ৫২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন, ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ সংগীত পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জন দিতে হবে। ডিজে গান, অশ্লীল নাচ ও অনাকাঙ্ক্ষিত কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।