প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোহাম্মদ ফাহিমের বিরুদ্ধে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম মোহাম্মদ মামুন। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গা পাড়া গ্রামে মামুনকে ঘর থেকে ডেকে নিয়ে খুন করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার মুন্সেফ বাজার এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পুলিশ অভিযানে গেলে প্রবাসী মামুন ছাত্রলীগ নেতা ফাহিমের বাড়ি দেখিয়ে দেন। এ ঘটনায় ফাহিমের মা পুলিশের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নেন এবং পরে ফাহিম পালিয়ে যায়।
পুলিশকে ঘর দেখিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ফাহিম বৃহস্পতিবার রাতে মামুনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং পরে খুন করে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
নিহত মামুন ওই এলাকার আবুল বশরের ছেলে। তিনি গত দেড় বছর আগে বিয়ে করেন এবং তার সাত মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। প্রবাস জীবন শেষে তিনি সম্প্রতি দেশে ফিরে এসেছিলেন।
স্থানীয়রা জানায়, ফাহিম দীর্ঘদিন ধরে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। বুধবার সকালে ফাহিম গ্যাং মুন্সেফ বাজার থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মামুন ওই অপহরণের ঘটনায় ফাহিমকে ধরতে সহযোগিতা করেছিলেন। এরই জেরে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ফাহিমকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, ফাহিম বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং নিহত মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।