প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতার উপর হামলা ও পরবর্তীকালে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সাথে জড়িত থাকার অভিযোগে নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখিল উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের মৃত সামছুল হক চৌধুরীর ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার কামাত আঙ্গারীয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কুড়িগ্রাম জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।