প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:৩৬
রাজশাহীতে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর যৌথ আয়োজনে সর্প দংশন প্রতিরোধ, চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর প্রশাসনিক ভবনের ২১৭ নং কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সুপার নিউমেরারি অধ্যাপক ড. ফরিদ আহসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী ড. বিধান চন্দ্র দাস, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার এবং ধরিত্রি রক্ষায় আমরা (ধরা) কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ আফজাল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথি ছিলেন রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রভাষকরা। মুখ্য আলোচক হিসেবে বনপ্রাণী ও সর্প বিশেষজ্ঞ মোঃ আবু সাইদ এবং প্রশিক্ষক হিসেবে রাজশাহী বনপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিবিসিএফ এর সভাপতি মোঃ জিয়াউর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বিষধর ও নির্বিষ সাপের প্রজাতি, সাপের আচরণ, মানুষের প্রতি কামড়ানোর কারণ এবং এন্টিভেনমের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। এছাড়াও তারা সর্প দংশনের প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধির উপায় এবং পরিবেশের জন্য উপকারী সাপদের হত্যার পরিবর্তে নিরাপদে উদ্ধার ও অবমুক্তকরণের গুরুত্ব তুলে ধরেন।
হাতেকলমে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সাপ উদ্ধারের প্রক্রিয়া, হ্যান্ডলিং এবং নিরাপদ অবমুক্তকরণ সম্পর্কে সরাসরি শিক্ষা নেন। প্রশিক্ষকরা সাপ উদ্ধারের সময় নিরাপত্তা, পর্যাপ্ত সরঞ্জাম এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা সর্প দংশন এবং সাপ উদ্ধার কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের প্রশিক্ষণ সাধারণ জনগণকে সচেতন করবে এবং প্রাকৃতিক পরিবেশে সাপ সংরক্ষণের ক্ষেত্রে সহায়ক হবে।