প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৬:৪৬
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে পিআর পদ্ধতি নিয়ে সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে লোকনাথ দিঘির মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, কে মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে তা পিআর পদ্ধতিতে নির্ধারণের সুযোগ নেই। এখানে দলের প্রতীককে ভোট দিতে হয় এবং দলই প্রার্থী বাছাই করে দেয়। ফলে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হয় না।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই পদ্ধতিতে অনেক অনৈতিক ও রাজনীতিবিরোধী ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দলগুলো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। তিনি দাবি করেন, শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেই রকম।
বক্তব্যে রিজভী বলেন, হঠাৎ করেই বিভিন্ন রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। তবে সাধারণ মানুষ কি বলতে পারবে পিআর পদ্ধতি কী? এটি কি নারকেল তেলের মতো মাথায় মাখার জিনিস, নাকি সাবানের মতো শরীরে ব্যবহার করার জিনিস? এমন প্রশ্ন তুলেন তিনি।
রিজভী আরও বলেন, বিএনপি কখনও সংস্কারের বিপক্ষে ছিল না। প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকে বলেছে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন আয়োজন করা উচিত। তবে নির্বাচন যেন দীর্ঘায়িত না হয়, সেই বিষয়ে তারা বারবার সতর্ক করেছে।
তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ কেউ নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর পেছনে কী উদ্দেশ্য তা বিএনপি ভালোভাবেই জানে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। এছাড়াও জেলা নেতারা এতে অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির পরিবর্তে জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করা উচিত। তারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা ফিরিয়ে আনার আহ্বান জানান।