নওগাঁর আত্রাই উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজার প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের নাম আজিজার রহমান (৭০)। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো দুই পরিবারের মধ্যে। গত ১৮ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে বাঁশ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজারা চাচার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় ভাতিজা লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আজিজার রহমানের।
নিহতের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিলো।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসী জানায়, জমি নিয়ে বিরোধ থেকে এত বড় সংঘাত সৃষ্টি হবে, তা কল্পনাও করেনি কেউ। পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বই রক্তক্ষয়ী পরিণতি ডেকে এনেছে।
নিহতের পরিবার জানিয়েছে, তারা এ ঘটনার সুষ্ঠু বিচার চায়। অন্যদিকে আসামিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নৃশংস হত্যাকাণ্ড এবং আইনের মাধ্যমে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। বর্তমানে গ্রামে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনায় পরিবার ও স্থানীয়রা দুঃখ প্রকাশ করে বলছেন, জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বই শেষ পর্যন্ত হত্যার রূপ নিলো।