প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১২:৩৯
শনিবার ভোর সাড়ে চারটায় সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাঁদিরগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান চালায়। অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ বিভিন্ন যান্ত্রিক ও যোগাযোগ উপকরণ উদ্ধার করা হয়।
কোচিং সেন্টারটির নাম ‘ডক্টর ইংলিশ’, যার পরিচালক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য। সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একটি দল অভিযান পরিচালনা করে, কোচিং সেন্টারটি ঘিরে রেখে সব কার্যক্রম সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
অভিযানের সময় দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, বিভিন্ন কার্তুজ এবং তিন বক্স এয়ারগান শিশা উদ্ধার করা হয়। এছাড়া একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রাজারগান এবং ১০টি সিমকার্ডও উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, অভিযান থেকে একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব সামগ্রী পরবর্তী তদন্তের অংশ হিসেবে বিশ্লেষণ করা হবে।
স্থানীয়রা জানাচ্ছেন, কোচিং সেন্টারের স্বাভাবিক শিক্ষামূলক কার্যক্রমের আড়ালে অস্ত্র ও বিস্ফোরক সংরক্ষণের কোনো কার্যক্রম চলছিল কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। সেনাবাহিনী অভিযানের সঙ্গে যুক্ত সকল দিক পর্যালোচনা করছে এবং অপরাধীদের শনাক্ত করতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
রাজশাহী সেনা সদর দপ্তর পরবর্তীতে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে অভিযান ও উদ্ধারকৃত সামগ্রীর বিস্তারিত তথ্য জানাবে। বর্তমানে সেনাবাহিনী কোচিং সেন্টারের সম্পূর্ণ এলাকা নিরাপদে রেখেছে এবং আরও তদন্ত চলছে।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের অভিযান দেশের নিরাপত্তা এবং অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার শক্তিশালীকরণ এবং মাদক ও অস্ত্র পাচারের নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান কার্যকর ভূমিকা রাখে।
সেনাবাহিনী বলেছে, উদ্ধারকৃত সামগ্রী প্রাথমিকভাবে বিপজ্জনক এবং অবৈধ, যা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী অঞ্চলে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলতে থাকবে বলে আশা করা হচ্ছে।