প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৮:০
সৌদি প্রবাসীর স্ত্রী মাসুরা খাতুনকে নিয়ে উধাও হয়েছেন চাটমোহর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাকিল আহমেদ। ঘটনাটি গত ১৪ই আগস্ট বৃহস্পতিবার ঘটেছে এবং এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শাকিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে চাটমোহর থানায় কর্মরত ছিলেন। অপরদিকে মাসুরা নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা ও প্রবাসী শহীদের স্ত্রী।