প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২০:২৯
পিরোজপুরের কাউখালী উপজেলায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘নিজ গ্রাম সম্পর্কে জানি’ শীর্ষক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশনায় আয়োজিত পরীক্ষার মাধ্যমে শিশুদের তাদের জন্মস্থান, ইউনিয়ন, উপজেলার ইতিহাস, সংস্কৃতি, জনপদ ও পরিবেশ সম্পর্কে গভীর ধারণা অর্জন করার সুযোগ তৈরি হয়।