প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:৫৩
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ১১ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত দেড়টা পর্যন্ত সেনাবাহিনীর বানিয়াচং ক্যাম্পের ক্যাপ্টেন সামিউল আযীমের নেতৃত্বে ছয় বীর সদস্য বিশেষ অভিযান পরিচালনা করে জাতি কর্ণপাড়া ও আমির হানি গ্রামের বিভিন্ন স্থানে এই ধৃতদের আটক করে। অভিযানে মোট ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি ইয়াবা কন্ট্রোলার, ৮শ গ্রাম গাঁজা, চারটি কলকি, চারটি ফুয়েল পেপার, চারটি মোবাইল ফোন, একটি দেশি দা এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা স্থানীয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা মাদক ক্রয়-বিক্রয়, মাদক সেবন এবং নারী ব্যবসার সাথে জড়িত। মাদক সেবনের ফলে যুব সমাজ চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধের সাথে যুক্ত হয়ে সমাজের জন্য হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে মাদক ব্যবসায়ীরা তাদের কার্যকলাপে প্রতিবাদকারীদের প্রাণনাশের হুমকি দিয়ে নিস্তব্ধ করে রাখে, ফলে অনেকে নিরাপত্তাহীনতার কারণে প্রতিবাদ করতে না পারা বা সংবিধানভঙ্গী কর্মকাণ্ডের শিকার হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ৩নং উত্তর পাড়া ইউনিয়নের মো: সোহাগ মিয়া, একই থানার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের মো: জুয়েল মিয়া, জামির হোসানর পুত্র শান্ত শাহিন, ইউনুস আলীর পুত্র মো: আফজাল মিয়া এবং গরিব হোসেন মহল্লা এলাকার মো: সাজ্জাত মিয়া। আটককৃতদেরকে বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই জিয়ার নিকট হস্তান্তর করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তারা জেল হাজতে পাঠানো হবে।
বানিয়াচং এলাকায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান মাদক নির্মূলে নতুন উদ্যম যোগাবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় মানুষ আশা প্রকাশ করেছেন যে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে এলাকার যুব সমাজ মাদক মুক্ত হবে এবং অপরাধ প্রবণতা কমে আসবে।
সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে। তদারকির পাশাপাশি মাদক সেবনের কারণে যুব সমাজের ক্ষতি রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
মাদক বিরোধী এই অভিযান স্থায়ী এবং আরও বিস্তৃত আকারে চলবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।