প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৮:১৬
মাদারীপুরের ডাসার উপজেলায় এক আমেরিকা প্রবাসীর নির্মাণাধীন পাকা স্থাপনায় ভাঙচুর চালিয়েছে একটি প্রভাবশালী মহল। প্রবাসীর পরিবার দাবি করেছে, চাঁদা না দেওয়ায় রাতের আঁধারে ভেকু দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনায় প্রবাসীর মা তাসলিমা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে আদালতে মামলা করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে। প্রবাসী মো. ইলিয়াস হাওলাদার নিজ জমিতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় প্রভাবশালী জাকির সরদার ও তার সহযোগীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে জানান ভূক্তভোগীরা। দাবি পূরণ না করায় রাতের বেলায় ভেকু দিয়ে নির্মাণাধীন ভবন ভেঙে ফেলা হয়।
প্রবাসীর পরিবারের দাবি, ভাঙচুরের সময় বাধা দিতে গেলে হামলার শিকার হন ইলিয়াস হাওলাদারের মা তাসলিমা বেগম, ভাই নাসির হাওলাদার ও কামাল হাওলাদার। এ ঘটনায় তারা আহত হন। খবর পেয়ে ডাসার থানার এসআই মো. মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে বুধবার সকালে ভুক্তভোগী তাসলিমা বেগম ডাসার থানায় সহযোগিতা না পেয়ে আদালতের শরণাপন্ন হন। তিনি জাকির সরদার, রুপাই সরদার, নুর ইসলাম সরদার, মহন ঢালী, কুদ্দুস ঢালী, গিয়াসউদ্দিন ঢালী, মজিবার হাওলাদার ও সাহেম মাতুব্বরের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে প্রবাসীর পরিবার। এতে করে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছে।
তাসলিমা বেগম বলেন, আমার ছেলের উপার্জিত অর্থে ঘর নির্মাণ করছিলাম। জাকির ও তার লোকজন চাঁদা চেয়েছিল, না দেওয়ায় তারা স্থাপনা ভেঙে দেয় ও আমাদের মারধর করে। আমরা থানায় অভিযোগ করেও সহায়তা পাইনি, তাই আদালতের দ্বারস্থ হয়েছি। আমাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউ মন্তব্য দিতে রাজি হননি বা ফোনে পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রতিবেদক।
ডাসার থানার অফিসার ইনচার্জ শেখ মহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।