প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৯:৪২
খাগড়াছড়ি শহরের প্রধান সড়ক ও বাজারগুলোতে ফুটপাত দখলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারীরা। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটপাত হেঁটে চলার পরিবর্তে দখলদারদের দখলে চলে যাওয়ায় বাধ্য হয়ে অনেককে ঝুঁকি নিয়ে মূল সড়কে হাঁটতে হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।