বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা প্রথিতযশা সাংবাদিক, কবি ও সংগঠক এস মিজানুল ইসলাম আর নেই।
সোমবার (২৮ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পেশাগত জীবনে তিনি দৈনিক ইত্তেফাক ও ডেইলি বাংলাদেশ টুডে-সহ একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি দৈনিক যুগান্তর, আজকের বার্তাসহ বিভিন্ন সংবাদমাধ্যমেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এস মিজানুল ইসলাম ছিলেন একজন প্রতিবাদী কলমযোদ্ধা। সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করতে গিয়ে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন। পাশাপাশি তিনি ছিলেন নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, প্রগতি লেখক সংঘ, খেলাঘর আসরসহ একাধিক সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের নেতৃত্বে।
তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের নিজ বাড়িতে। পরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বানারীপাড়ার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।