প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:১৩
টাঙ্গাইলের গোপালপুরে শিল্প ও বণিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় ব্যবসায়ীদের নিরাপত্তা, চাঁদাবাজি ও সন্ত্রাস দমন এবং মাদকবিরোধী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোপালপুর শিল্প ও বণিক সমিতির কার্যালয়ের সামনে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন, গোপালপুরে একটি নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হলে প্রশাসন, রাজনীতি এবং ব্যবসায়ী সমাজকে একযোগে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব ও পৌর বিএনপির সভাপতি খালেদ হাসান উথান। বক্তারা বলেন, স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে হলে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে তাদের বাণিজ্য পরিচালনা করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সানোয়ার হোসেন সানা, বেলায়েত হোসেন তালুকদার ও হুমায়ুন কবিরসহ আরও অনেকে। বক্তারা গোপালপুরে মাদক কারবারিদের দৌরাত্ম্য, চাঁদাবাজির ঘটনা এবং বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সভায় অংশগ্রহণকারী নেতারা বলেন, শুধু সমালোচনা নয়, বরং একত্রিত হয়ে সমাধানের পথ খুঁজে বের করাটাই এখন জরুরি। প্রশাসন যদি আন্তরিকভাবে নিয়মিত অভিযান ও তদারকি চালায় এবং জনগণ সচেতন থাকে, তাহলে এই সমস্যা মোকাবিলা করা সম্ভব।
সভা শেষে সর্বসম্মতিক্রমে একটি সম্মিলিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়, যার মধ্যে রয়েছে—ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পুলিশি নজরদারি জোরদার এবং জনগণের সহায়তায় অপরাধ দমনে ভূমিকা রাখা। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গোপালপুরকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নয়নমুখী বানিজ্যকেন্দ্রে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।