প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:৫
মাদারীপুরের ডাসার উপজেলার আশ্রম এলাকায় পিকাপ উল্টে মো. নুর নবী (২০) নামের এক ডিম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় পিকাপের চালক ও হেল্পার গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালেই শশীকর-ভূরঘাটা সড়কের ওই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নুর নবী বরিশালের নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম মিয়ার ছেলে। জানা গেছে, তিনি গোপলগঞ্জের কোটালীপাড়া থেকে ডিম নিয়ে শরীয়তপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পথে ডাসারের আশ্রম এলাকায় পিকাপটির নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনায় নুর নবী, গাড়ির চালক হিজবুল্লাহ এবং হেল্পার সজিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক নুর নবীকে মৃত ঘোষণা করেন। আহত হেল্পার সজিব জানান, ডিম নিয়ে যাওয়ার সময়ই পিকাপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। চালক হিজবুল্লাহ হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। এই ঘটনায় ডাসার থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, এই সড়কটি বেশ সরু এবং যানবাহনের চাপের কারণে দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে ভারি যানবাহনের কারণে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। প্রশাসন কর্তৃপক্ষ যেন দ্রুত সড়ক সংস্কার ও নিরাপত্তা জোরদার করেন বলে তারা দাবি করছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী।
এই দুর্ঘটনা স্থানীয় ব্যবসায়ী সমাজে শোকের ছায়া ফেলেছে। নুর নবী তরুণ উদ্যোক্তা ছিলেন, যিনি পরিবারের জন্য জীবিকা নির্বাহ করছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছে। এছাড়াও আহতদের নিরাপদ ও দ্রুত সেবা নিশ্চিত করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ডাসার থানার পক্ষ থেকে দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের মাধ্যমে জানানো হবে বলে জানানো হয়েছে। তবে প্রাথমিকভাবে গাড়ির অতিরিক্ত গতিবেগ এবং সড়কের অবস্থা দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় দুর্ঘটনা নিয়ন্ত্রণে সতর্কতা বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে।