প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:২৫
টাঙ্গাইলের দেলদুয়ার থানার শেওড়াতৈল এলাকায় র্যাব-১৪ ও র্যাব-১২ এর যৌথ অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত এবং দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আশুতোষ দাস ওরফে পলাশ (৪৭) কে গ্রেফতার করা হয়েছে। ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব সূত্রে জানা যায়, আশুতোষ দাস জামালপুর জেলার বকশীগঞ্জ আদালতের সিআর
মামলা নং ১৭(০১)২৫ ও দিনাজপুর জেলার বোচাগঞ্জ আদালতের সিআর মামলা নং ১৪০/২২, দায়রা-৫৪৭/২৩ এর আওতায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। তার বর্তমান ঠিকানা নীলফামারী জেলার চাপানীহাট এলাকায় হলেও স্থায়ীভাবে তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ধানগড়া গ্রামের বাসিন্দা। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা
আশুতোষকে ধরতে র্যাব-১৪ এর টাঙ্গাইল সিপিসি-৩ এবং র্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানি একত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এই সফল অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং দীর্ঘদিন ধরে বিচারের মুখোমুখি হতে পালিয়ে বেড়ানো এই
আসামি অবশেষে গ্রেফতার হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা আবারও প্রমাণিত হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো আসামিই আইনের আওতার বাইরে থাকতে পারবে না। অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করে র্যাব জানায়, যেকোনো অপরাধের তথ্য দ্রুত জানালে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে। দীর্ঘদিন ধরে চলা এই মামলাগুলোর নিষ্পত্তি ও বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট আদালতেও গ্রেফতার সংক্রান্ত সব তথ্য প্রেরণ করা হয়েছে।