প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৫:৩৬
গোপালগঞ্জ পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমাবেশে অংশ নিয়ে সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের স্বপ্নে বিশ্বাস করেন, তাদের দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, গোপালগঞ্জ যেন মুজিববাদীদের নিরাপদ আশ্রয়স্থল না হয়ে ওঠে, তা নিশ্চিত করা হবে জনগণের শক্তিতেই।
বুধবার (১৬ জুলাই) সকালে অনুষ্ঠিত ওই সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “পুলিশ প্রশাসন যদি নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে গোপালগঞ্জ ও বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণে প্রস্তুত।”
সমাবেশস্থলে উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা এখানে গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে আসিনি। আমরা এসেছি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে। যদি আজ কোনো বাধা না থাকতো, গোপালগঞ্জ শহর জনস্রোতে পূর্ণ হয়ে যেত।”
তিনি অভিযোগ করেন, “আজকে মুজিববাদীরা আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে। আমরা আগে থেকেই জানতাম, বাধা আসবে। কিন্তু আমরা লড়াই ছাড়বো না। আমরা বলেছিলাম ‘বাধা দিলে বাধবে লড়াই’, সেই লড়াইয়ে এবারও আমরা জয়ী হবো।”
সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, “আপনারা যারা দূর থেকে আমাদের শুনছেন, আমরা এসেছি শান্তির বার্তা ও ভবিষ্যতের নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে। গোপালগঞ্জের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি।”
তিনি সমাবেশ থেকে ঘোষণা দেন, “এই পদযাত্রা শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি আন্দোলনের সূচনা। গোপালগঞ্জসহ পুরো দেশজুড়ে জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষায় আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি।”
সমাবেশস্থলে এনসিপি নেতাকর্মীদের উপস্থিতিতে উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসন সমাবেশটি পর্যবেক্ষণ করলেও সরাসরি হস্তক্ষেপ করেনি বলে জানা গেছে।
নাহিদ ইসলাম শেষে বলেন, “আমরা দেশ গড়তে এসেছি, ভাঙতে নয়। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ পরিবর্তন, তবে কেউ যদি বাধা দেয়, সে বাধা প্রতিহত করেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।”