প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৯:১৮
মাদারীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির মিনি ঠিকাদাররা কাজের রেট সিডিউল ৮০ শতাংশ বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন এবং স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান গেটের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. মকবুল হোসেন ও অন্যান্য নেতারা অংশগ্রহণ করেন। তারা বলেন, দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে মিনি ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সময় তারা দুর্যোগ ও মহামারীর মধ্যে নিরবিচারে বিদ্যুৎ সরবরাহ বজায় রেখেছেন। বিশেষ করে সিডর, আইলা, রিমাল এবং করোনা মহামারির সময় তাদের শ্রমে বিদ্যুৎ ব্যবস্থা সচল ছিল।
তাদের আরও অভিযোগ, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে কক্সবাজার, সিলেট, বরিশাল, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি নিরসনে প্রায় ১০ হাজার কর্মী দিনরাত কাজ করছে, কিন্তু বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে রেট সিডিউল বৃদ্ধি না পাওয়ায় তাদের কাজের পরিবেশ দুর্বল হচ্ছে। বহুবার তারা রেট সিডিউল বৃদ্ধির জন্য আবেদন করেও কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় আজকের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কার্যক্রম শুরু করেছেন। তারা সরকারের প্রতি দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন এবং জানান, যদি দাবি পূরণ না হয় তবে একযোগে কর্মবিরতি ও কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মিনি ঠিকাদার জাহাঙ্গীর জমাদ্দার, আব্দুল করিম খান, আলাউদ্দিন হাওলাদার, খন্দকার জহিরুল ইসলাম, সুনিল দাস, আলমগীর হোসেন, মনির হাওলাদার, আবু সাঈদ, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শাহআলম খন্দকার, হাবিব হাওলাদার, নজরুল ইসলাম, তুষার মোল্লা, মোয়াজ্জেম হোসেন, মফিজুল ইসলাম, আল আমিন খান, ইদ্রিস হাওলাদারসহ আরও অনেকে। তারা সবাই রেট সিডিউল বৃদ্ধির জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং মিনি ঠিকাদারদের সম্মান ও অধিকার রক্ষার আহ্বান জানান।
স্থানীয় এলাকায় বিদ্যুৎ সেবার মান উন্নত রাখতে এবং শ্রমিকদের সম্মান বজায় রাখতে এই দাবিগুলো মেনে নেওয়া সরকারের জন্য অত্যন্ত জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, দ্রুত রেট সিডিউল বৃদ্ধির মাধ্যমে মিনি ঠিকাদারদের কাজের পরিবেশ উন্নত হবে এবং দেশের বিদ্যুৎ সেবা আরো গতিশীল হবে।